পরিচিতিঃ
তথ্য উপাত্ত হচ্ছে বাংলায় প্রকাশিত একটি ব্লগ সাইট। এখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রকাশ করা হয়। যার মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপকৃত হয়।
লক্ষ ও উদ্দেশ্যঃ
তথ্য উপাত্তের লক্ষঃ- মানুষের মাঝে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে নিজে সাবলম্বি হওয়া এবং অন্য মানুষের কর্ম সংস্থান তৈরি করা।
আয়ের মাধ্যমঃ
আয়ের প্রধান মাধ্যম গুলো হচ্ছেঃ- গুগল অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপশিপিং, নিজের প্রোডাক্ট এবং সার্ভিস।
আর্টিকেল রাইটিংঃ

- এই সাইটের প্রধান কাজ আর্টিকেল রাইটিং। আপনারা যেকেউই আমাদের নীতিমালা ফলো করে আর্টিকেল রাইটিং করতে পারবেন। যার ইনকামের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা হবে।
- আর বাকি অংশ সাইটের ডেভেলপমেন্ট ও মেন্টেনেন্সের প্রদান করা হবে।
প্রাথমিক নিয়মঃ
- আমরা গুগল গাইড লাইনস মেনে আর্টিকেল পাবলিশ করি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের নীতিমালা পড়ুন। আমাদের নীতিমালা ভঙ্গ করে কেউ আর্টিকেল লিখলে তা পাবলিশ করা হবে না।
- পাবলিশ করা হলেও ভবিষ্যতে ঐ আর্টিকেল দ্বারা কোন সমস্যা হলে তার জন্য লেখক দায়ী থাকিবে।
- তাছাড়া এমন উপলদ্ধি হলে যেকোন সময় বিনা নটিশে তা ডিলিট করা হবে।
আর্টিকেল উৎসঃ
- সম্পূর্ন কপিরাইট মুক্ত।
- ইউনিক কন্টেন্ট হতে।
- এআই (AI) দিয়ে লেখা যাবে না।
- নিজের অভিজ্ঞতার আলোকে লিখতে হবে।
- কোন সাইটে প্রকাশ হওয়া কোন পোষ্ট দেওয়া যাবে না।
- বা এই সাইটের আর্টিকেল অন্য সাইটে পোষ্ট করা যাবে না।
- তবে শেয়ার করলে কোন সমস্যা নেই।
আমাদের সাথে যোগাযোগের মাধ্যমঃ
ইমেলঃ
info@totthoupatto.com
সোশ্যাল মিডিয়াঃ
হোয়াটস্যাপঃ
+880 131 515 8365