ডোমেন ও হোস্টিং কি?

ডোমেন কি
ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের পরিচিতি বা নাম (ঠিকানা)। সহজভাবে বলতে গেলে যেকোন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা যে ঠিকানা, নাম ব্যবহার করি তাই ডোমেন। ডোমেন মূলত কোন ব্যক্তি, প্রতিষ্টা বা সার্ভিসের ডিজিটাল রেজিট্রেশন। ডোমেন এর কিছু উদাহরণ হলোঃ www.google.com, www.facebook.com, www.youtube.com ইত্যাদি।
ডোমেন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমনঃ .com, .org, .gov, .ca, .co, .net, .edu, .mil ইত্যাদি।

হোস্টিং কি
হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের যাবতীয় ফাইল সংরক্ষন করার স্থান। সাধারনত হোস্টিংয়ের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। যে সমস্ত কম্পিউটার গুলো হোস্টিং হিসেবে ব্যবহার করা হয় তা সব সময় সচল রাখতে হয়। সেই কম্পিউটার গুলোতে লিন্যাক্স অপারেপটং সেস্টেম ব্যবহার করা হয়। বিভিন্ন উপায়ে আমরা আমাদের কম্পিউটারকে হোস্টিং হিসাবে ব্যবহার করতে পারি।