বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুর মধ্যে বর্ষাকাল অন্যতম। বর্ষাকাল সাহিত্যপ্রেমীকদের জন্য পছন্দের ঋতু হলেও বর্ষাকালে নানা ধরনের পানিবাহিত রোগের উপদ্রব হয়। বর্ষায় পানিবাহিত রোগের মধ্যে টাইফয়েড, ডাইরিয়া, কলেরা, ডেঙ্গুজ্বর, ম্যালেরিয়া, ছত্রাক সংক্রমণ এবং জন্ডিস অন্যতম। আমাদের অনেকেরই ধারণা শুধু দূষিত পানি খেলেই হয়ত এইসব পানিবাহিত রোগ হয় তবে এই ধারণাটি মোটেও ঠিক নয়। দুষিত পানিতে গোসল বা অন্যান্য কাজের ফলেও এইসব পানিবাহিত রোগ হতে পারে।
বর্ষাকালে সাধারণত শিশুরাই এই সমস্ত রোগে বেশি আক্রান্ত হয় কারণ বড়দের তুলনায় তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে। বর্ষাকালে আবহাওয়ায় গরম ও ঠান্ডার মিশ্র প্রভাব থাকে। পাশাপাশি প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বাতাসে আদ্রতা বেশি থাকে ফলে ভাইরাস খুব সহজেই বাতাসে ছড়িয়ে পড়ে।
এসব পানিবাহিত রোগ থেকে মুক্তি পেতে আমাদের করণীয়ঃ
আমাদের অবশ্যই ফোটানো অথবা ফিলটার করা পানি পান করতে হবে। বাড়িঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশেপাশে কোথায় পানি জমে থাকলে তা ফেলে দিতে হবে, কেননা আবদ্ধ পানিতে এডিস মশা বংশ বিস্তার করে ফলে তখন ডেঙ্গু জ্বরের উপদ্রব বাড়ে। এছাড়া বাহিরের কোনো খোলা খাবার খাওয়া যাবে না, কেননা খোলা খাবারে বাতাসের মাধ্যমে নানা ধরনের জীবাণু প্রবেশ করে।
তাই আমাদের সবাইকে সবার প্রথমে নিজে সতর্ক ও সচেতন হতে হবে। আর উপরোক্ত কোনো রোগের দ্বারা সংক্রমিত হয়ে গেলে আতংকিত না হয়ে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।