ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হচ্ছে এক বা একাধিক অনলাইন পেজ বা পেজের সমন্বয়। যেখানে কোন প্রতিষ্ঠান, ব্যক্তি, স্থান বা অন্যান্য যে কোন বিষয়ের তথ্য উপাত্তের সমাহার। এটি হতে পারে কোন লেখা, ছবি, ভিডিও, গেমস, কেনা বেচার করার কোন পেজ, অথবা যোগাযোগ করার মাধ্যম। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে যা কিছু অ্যাক্সেস করা হয় তাই ওয়েবসাইট।

ওয়েবসাইট কি

যেমনঃ গুগল, ইউটুব, ফেসবুক ইত্যাদি।

আমরা কোন কিছু অনলাইনে সার্চ দেওয়ার পর যে ফলাফল পাই তা কোন না কোন ওয়েবসাইট/ওয়েবপেজ এ থাকে। একটা ওয়েবসাইট/ওয়েবপেজ হতে গেলে ২টা জিনিস লাগে।
যেমনঃ ডোমেন, হোস্টিং
এই বিষয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করা হবে। ইনশা আল্লাহ।