“Jhonsons” বেবি পাউডার বা “Telcum”পাউডারের নাম শুনেন নাই এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবেনা। এমনকি এই পাউডার গুলো আমরা প্রতিটি মায়েরাই আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি, পাশাপাশি বড়রাও ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছেন এই পাউডার থেকেই হতে পারে ক্যান্সার।
আজকে আমরা জানব এর পেছনের গল্প, ২০২০ সালের মে মাসে জনসন্স কোম্পানি ঘোষণা করে, তারা তাদের পণ্য গুলোতে ” Talc” ব্যবহার করে, সেগুলোর বিক্রি কানাডা এবং আমেরিকাতে বন্ধ করে দিবে আর তারা এখন “Talc” এর পরিবর্তে “Corn starch” ব্যবহার করব। তাদের দাবি এটা তারা করছে কারণ চারদিকে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে পরেছে, যার ফলে তাদের বিক্রি কমে গেছে। এখন কথা হচ্ছে, কি সেই মিস ইনফরমেশন নাকি কোনো সত্য ঘটনাকে মিস ইনফরমেশন বলে চাপা দেয়া হচ্ছে।২০১৯ সালে US একটা রিপোর্ট করে, Talc নির্ভরশীল যে সমস্ত প্রোডাক্ট আছে তাতে Asbestos পাওয়া গেছে। Asbestos হলো ক্যান্সার তৈরীকারী একটা উপাদান।
এতে তারা ঘোষণা করে এই প্রোডাক্ট গুলো তারা আমেরিকা আর কানাডায় বিক্রি করবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রোডাক্ট গুলো তারা অনায়াসেই অন্যান্য দেশে বিক্রি করছে। এর পেছনে তারা এই কারণ দেখায় যে অন্যান্য দেশে এই পাউডার গুলোর চাহিদা অনেক বেশি। তাই তারা এগুলো অন্য দেশে বিক্রি করছে। এখন তাহলে প্রশ্ন আসবে তাহলে আর কোন কোন প্রোডাক্টে “Talc” থাকতে পারে।মেক-আপের নানা সামগ্রীর মধ্যে এই উপাদান থাকতে পারে। যেমন আমি কয়েকটার নাম বলে দেই।ফাউন্ডেশন, ফেসক্রিম, ময়েশ্চারাইজার, আইশ্যাডো, ব্লাশ এবং মাশকারা তে।
এখন ধরেই নেই আমরা বাজার থেকে “Talc” সমৃদ্ধ যেই প্রোডাক্ট কিনি তাতে Asbestos নেই। তাহলে এখন প্রশ্ন হলো এই “Talc” কি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এর উপর ভিত্তি করে আমেরিকাতে একটা গবেষণা করা হয়। যেখানে বিজ্ঞানীরা ১৩টি গবেষণার ফলাফল একসাথে একত্রিত করেছে সেখানে দেখা গেছে,”Talc”এর ভিতর Asbestos না থাকলেও “Talc” নিজেই ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে এখন আপনি যদি নিরাপদ প্রোডাক্ট ব্যবহার করতে চান তাহলে আপনার দেখতে হবে কোন কোন প্রোডাক্টে “Talc” এর পরিবর্তে Corn স্তারছ ব্যবহার করেছে। আর শিশুদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে।