আমরা যারা ওয়েবসাইট বা ব্লগ নিয়ে কাজ করি, তাদের কোনো না কোনো সময় ডোমেন ও হোস্টিং কেনার প্রয়োজন হয়। ভালো মানের ডোমেন ও হোস্টিং কিনতে গেলে প্রথমে যে বাধা আসে, তা হলো পর্যাপ্ত পেমেন্ট অপশন না থাকা। তাই আজকে বলব, কিভাবে আপনি বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো ব্যাংকিংয়ের মাধ্যমে ডোমেন ও হোস্টিং কিনবেন।
আজকের সাইটটি হলো ডায়ানা হোস্ট। এই কোম্পানির মাধ্যমে কম খরচে আন্তর্জাতিক মানের ডোমেন ও হোস্টিং সার্ভিস পাবেন।
কিভাবে কিনবেন?
প্রথমে এখানে ক্লিক করুন।
অথবা ভিজিট করুনঃ https://clients.dianahost.com.bd/aff.php?aff=3361
এরপর আপনার ইমেইল ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন। এরপর প্রোফাইলে গিয়ে Add/View Verification Data-তে আপনার পরিচয়পত্র (এনআইডি কার্ড) আপলোড করে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশন সম্পন্ন হতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর সার্ভিসে গিয়ে হোস্টিং এবং ডোমেন এ গিয়ে ডোমেন কিনতে পারবেন।