সফলতার মূলে রয়েছে আত্মবিশ্বাস (Self-confidence is the key to success)

প্রতিটি সফলতার পেছনে রয়েছে মানুষের কঠোর পরিশ্রম। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, আবার ভুল শুধরে নেয়। যত কষ্টই হোক না কেন – যত বাধাই আসুক না কেন কখনোই তারা হাল ছাড়ে না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। মানুষকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু তাকে হারানো যায় না।

তবে হ্যাঁ কোন বিষয়ে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে বুদ্ধি খরচ করতে হবে, আর যদি আপনি আপনার বুদ্ধি খরচ করতে না পারেন তাহলে নিশ্চিত আপনাকে আপনার মানিব্যাগ থেকে টাকা খরচ করতে হবে। জীবনে সফলতা পেতে হলে অনেক বাধার সম্মুখীন হবেন। বুদ্ধিমত্তার সাথে যে বাধা গুলো অতিবাহিত করতে পারে সেই ব্যক্তিই সফল ব্যক্তি।

আমরা বাঙালি আমাদের সমাজে রয়েছে অনেক হিপোক্রেটিক লোক যারা পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনার চলার পথকে কাটাযুক্ত করার চেষ্টা করে, তবে হ্যাঁ আপনি যদি সে কাঁটা সরিয়ে, তাদের কথায় কান না দিয়ে আপনার লক্ষ্যে মন স্থির রাখেন কখনোই কেউ আপনাকে আপনার সফলতার শিকড় থেকে টেনে নামাতে পারবে না। মনে রাখতে হবে কিছু পেতে হলে কিছু হারাতে হয় অতএব নিজের ভিতরে মনবল সৃষ্টি করতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে।

এবার আসুন জেনে নেই জীবনের সফলতা success) পাওয়ার কয়েকটি ধাপঃ
১/ আত্মবিশ্বাস (confidence) অর্থাৎ আপনার নিজের প্রতি আপনার নিজেরই বিশ্বাস থাকতে হবে। সবসময় ভাবতে হবে আমি পারব।

২/ পরিশ্রম (hard work) আপনি যে বিষয়ের উপরে সাকসেস বা সফলতা পেতে চান সে বিষয়ের উপরে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে অলস হলে চলবে না।

৩/ বুদ্ধিমত্তা (intelligence) সফলতা পাওয়ার আরেকটি ধাপ হল বুদ্ধিমত্তা আপনি যদি বুদ্ধিমত্তার সাথে অর্থাৎ আপনার কাজের উপরে একটি ছক বা একটি কাঠামো তৈরি করে কাজ করেন তাহলে কোন কাজই বৃথা যাবে না, যে কোনভাবেই হোক আপনি তাতে সফল হবেন ইনশাল্লাহ ।

৪/ দক্ষতা (skills) অবশ্যই আপনাকে দক্ষতা সম্পন্ন হতে হবে। আপনি যদি মনে করেন আপনার কাজে সফলতা পেতে আপনার আরো সঙ্গীর প্রয়োজন তাহলে অবশ্যই দক্ষ কর্মী নিয়োগ করবেন যারা দক্ষতার সাথে কাজ করবে।

৫/ সময় কাজে লাগানো (use time) সফলতার আরেকটি ধাপ হলো সময়কে কাজে লাগানো অর্থাৎ সময় অপচয় না করে আপনি আপনার কাজের উপরে সময় ব্যয় করুন। সময় চলে গেলে কিন্তু সেই সময় আর খুঁজে পাবেন না। এখনই আপনার সময়- সময়কে কাজে লাগানোর।

পরিশেষে এতোটুকুই বলবো যে- সুযোগ যদি আপনার দরজায় কড়া নাড়ে তবে নিজেই আরেকটি দরজা বানান।