মধ্যবিত্তদের জন্য বিদেশে উচ্চশিক্ষা সপ্ন নাকি বাস্তব

অনেকের ধারণা বিদেশে উচ্চশিক্ষা শুধু উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জন্য। তবে এই বিষয়টার সাথে আমি সম্পুর্ণ ভাবে দ্বিমত পোষণ করি।
বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়াশোনা করতে যায় তার প্রায় ৬০% মধ্যবিত্ত পরিবারের সন্তান।তারপরও আমি বলব মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিদেশে পড়তে আসার যে হার তা যথেষ্ট কম। এবং এর পেছনে একটি প্রধান কারণ আর্থিক অসচ্ছলতা।
তাছাড়া মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা ধরেই নিয়েছে বিদেশে উচ্চশিক্ষা শুধু উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জন্য। এইসব কারণেই মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কখনো এমন সপ্ন দেখেনা যে তারা বড় হয়ে দেশের বাহিরে পড়তে যাবে। তাছাড়া বাহিরে পড়তে হলে অনেক টাকা পয়শার প্রয়োজন এই কথাটা তারাই বলে যারা জানেনা যে দেশের বাহিরে পড়ার জন্য অনেক স্কলারশিপ রয়েছে। তবে বাহ্যিক কিছু খরচ তো রয়েছেই। তাই আমার মতে দেশের বাহিরে পড়তে যাওয়ার সবচেয়ে প্রথমে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, তবেই আমরা আমাদের লক্ষ্যের চুড়ান্তে পৌছাতে পারব